সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
শেরপুর

শেরপুরে ৪ মাস পর সীমিত পরিসরে জেলা কারাগারের কার্যক্রম চালু

শেরপুর সংবাদদাতা : শেরপুরে দীর্ঘ ৪ মাস পর সীমিত পরিসরে জেলা কারাগারের কার্যক্রম চালু হয়েছে। চালু হওয়ার পর ১৩ জন বন্দীকে কারাগারে রাখা হয়।

আজ শনিবার দুপুর ১২টায় বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন নবাগত জেল সুপার মো. শফিউল আলম।

সূত্র জানানয়,গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেরপুর জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারাগারটি ব্যবহারে অনুপযোগী ও অচল হয়ে পড়ে। পালিয়ে যায় কারাগারের মোট ৫১৮ জন বন্দী।

পরে গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ শুরু হয়। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজের ৮০ ভাগ শেষ হয়েছে। তবে সিসি ক্যামেরা স্থাপনসহ আরও কিছু কাজ এখনো বাকি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারকরা সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেন।

এবিষয়ে জেল সুপার বলেন, জামালপুর থেকে বন্দীদের আনা-নেওয়ার সমস্যার কারণে সম্পূর্ণ সংস্কার কাজ শেষ না হওয়া সত্ত্বেও কারাগারটি সীমিতভাবে চালু করা হয়েছে। নতুন ও পুরোনো মামলায় গ্রেপ্তার আসামিদের শেরপুর কারাগারে আনা হবে এবং ধীরে ধীরে জামালপুরে থাকা বন্দীদেরও শেরপুরে স্থানান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *