শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ময়মনসিংহলীড নিউজ

ময়মনসিংহে সাড়ে ৪ লাখ পরিবারে আশা’র ৪১ কোটি টাকা ঋণ সহায়তা

মোঃ রাসেল হোসেন : সরকার ঘোষিত দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ২০২৩-২৪ অর্থবছরে ময়মনসিংহে বিভাগে সাড়ে চার লাখ পরিবারকে চারহাজার ১০২ কোটি টাকা আর্থিক ঋণ সহায়তা দিয়েছে আশা।

বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন আশার সিনিয়র এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীরণ চন্দ্র রায়। তিনি জানান, চলতি অর্থবছরে ৭৯হাজার সদস্যদের মাঝে ৬৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। বাংলাদেশে ৭১ লাখ ২৪ হাজার পরিবার আশার সুফল ভোগ করছেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মাহফুজুল হক মাসুম। সভাপতিত্ব করেন ডিভিশনাল ম্যানেজার মো. জসীম উদ্দিন। বক্তব্য রাখেন, আশার সহকারী পরিচালক এম আনসারুল্লাহ করিম, ডিস্ট্রিক্ট ম্যানেজার সৈয়দ জাহিদুল ইসলাম খান, প্রেসক্লাব সহ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন সভাপতি এম আইয়ুব আলী, আশার সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সৈয়দ জাহিদুল ইসলাম খান ও আঞ্চলিক ম্যানেজার আব্দুল মান্নান।

আশা চলতি বছরে ময়মনসিংহে ঝরে পড়া রোধকল্পে ২৭টি ব্রাঞ্চের অধীনে ৪০৫টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ১২ হাজার ১৫০ জন শিক্ষার্থীদের দুই ঘন্টা পাঠদান করানো হয়। স্যানিটেশন প্রকল্পে স্বল্প লাভে ৭৫ লক্ষ টাকা, কৃষি ঋণে দেশের ৮৩টি ব্রাঞ্চে দুগ্ধবতী গাভীর খামার প্রকল্পে ৩৩৬ জন সদস্যকে ৬ কোটি টাকা, পাওয়ার টিলার প্রকল্পে ৭৫০ জনকে প্রায় ৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এছাড়া স্বাস্থ্যসেবায় ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে প্রতিদিন গড়ে ২০/২৫ জন রোগিকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *