রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহরাজনীতি

দিনরাত বন্যার্তদের পাশে থেকে কাজ করছে বিএনপি : প্রিন্স

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারতীয় স্লুইস গেট খুলে দেওয়ার কারণে দেশের সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিগত ৭০ বছরের মধ‍্যে ভয়াবহ বন‍্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, এই বন‍্যার জন‍্য সরকার বা সাধারণ মানুষ কেউ প্রস্তুত ছিল না। ফলে হঠাৎ স্থানীয়দের মধ‍্যে ব‍্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কিন্তু বন‍্যার প্রথম দিন থেকে আমিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা দিনরাত বন্যার্তদের পাশে থেকে উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি তাদের খাদ‍্য সরবরাহ করছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে হালুয়াঘাট উপজেলার ত্রিমোহনী, বটগাছি মহাজনি বাজার এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রকৃত ভুক্তভোগীদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের আগামী ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের সহায়তা, ক্ষতিগ্রস্ত ফিশারিজ ও গবাদিপশু, হাস-মুরগির খামারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে সুদমুক্ত ঋণ প্রদানের উদ‍্যোগ গ্রহণের জন‍্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

https://mymensinghpratidin.com/wp-content/uploads/2024/10/Mym-Jubodol-01.jpg

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ‍্যোগে বন‍্যাকবলিতদের মধ‍্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, লবণ, মুড়িসহ বিভিন্ন ধরনের খাদ‍্যসামগ্রী রয়েছে। এ সময় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন প্রিন্স।

এতে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *