শহীদদের আকাঙ্ক্ষা যেন বৃথা না যায় : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আমি আপনাদের কষ্টটা উপলব্ধি করতে পারি। আমাদের সন্তানরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য যে আত্মত্যাগ করেছে, তা যেন বৃথা না যায়। শহীদদের আকাঙ্ক্ষা যেন ফলপ্রসূ হয়। বুধবার (০৭ অক্টোবর) ময়মনসিংহ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্দোলনে শহীদ ও আহত হওয়া পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ২৯জুলাই শহীদ হওয়া সাগর হোসেনের বাবা, ০৪ আগস্ট শহীদ হওয়া আব্দুল্লাহ আল মাহিন এর মা এবং ০৫ আগস্ট শহীদ হওয়া আশিকুল ইসলাম এর বাবাসহ আহতদের পরিবারের সদস্যরা কথা বলেন। এ সময় তারা বলেন, এরা শুধু আমাদের সন্তান নয়, এরা জাতির সন্তান। রাষ্ট্র বিনির্মানে শহীদদের আত্মত্যাগের স্পিরিট যেন বৃথা না যায়।
উপদেষ্টা বলেন, সরকার শহীদদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা দেওয়ার জন্য একটা ফাউন্ডেশন গঠন করেছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। দেশটা আর কখনো যেন স্বৈরাচারের কবলে তা পড়ে, শহীদদের আত্মত্যাগের স্পিরিট কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। শহীদদের পরিবারকে জেলা প্রশাসনের লিস্টে নাম এন্ট্রি করারও আহ্বান জানান তিনি।