শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
আলোচিত সংবাদনেত্রকোনাময়মনসিংহ

নেত্রকোনায় তিন নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই, বাড়ছে শঙ্কা

মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নেত্রকোনার প্রধান নদ-নদীগুলোর সব পয়েন্টেই পানি বাড়ছে। তবে বিপদসীমা ছুঁই ছুঁই করছে সোমেশ্বরী, কংস ও উব্ধাখালী নদীর পানি। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলাবাসী।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে সোমেশ্বরী, কংস, উব্ধাখালী ও ধনুর ৫টি পয়েন্টেই পানি বৃদ্ধি পাচ্ছে। তবে কোনও পয়েন্টেই এখনও বিপদসীমা অতিক্রম না করলেও সোমেশ্বরী নদীর পানি দু্র্গাপুর পয়েন্টে, কংস নদের পানি জারিয়া পয়েন্টে এবং উব্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি বিজয়পুর পয়েন্টে ও দুর্গাপুর পয়েন্টে, কংস নদের পানি জারিয়া পয়েন্টে, উব্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে এবং ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বাড়ছিল।

এর মধ্যে সোমেশ্বরীর পানি বিজয়পুর পয়েন্টে বিপদসীমার ৩.২৬ সেন্টিমিটার, দুর্গাপুর পয়েন্টে বিপদসীমার ০.৮০ সেন্টিমিটার; উব্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ০.৪১ সেন্টিমিটার; কংস নদের পানি জারিয়া পয়েন্টে বিপদসীমার ০.৮০ সেন্টিমিটার এবং ধনু নদের পানি বিপদসীমার ২.০৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে কোনও পয়েন্টেই বিপদসীমা অতিক্রম না করলেও সোমেশ্বরীর দুর্গাপুর পয়েন্টে, কংস নদের জারিয়া পয়েন্টে এবং উব্ধাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান আরও বলেন, ‘এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ অবস্থা চলতে থাকলে আগামী ২৪ ঘণ্টায় এসব নদ-নদীর পানি সব কটি পয়েন্টেই বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *