শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
আলোচিত সংবাদময়মনসিংহ

নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণ করলো “সাহায্যের ডাকপিয়ন”

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি চালায় “সাহায্যের ডাক পিয়ন” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এর আগে নগরীর সিটি করপোরেশন শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে সংগঠনটি এক কর্মশালা আয়োজন করে। কর্মশালায় দশ হাজার বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্যোগ নেয় “সাহায্যের ডাক পিয়ন” নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি। এছাড়াও কর্মশালায় গাছ লাগানোর গুরুত্ব, পদ্ধতি এবং যত্ন বিষয়ে আলোচনা করা হয়।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৮ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন জায়গায় বৃক্ষ চারা রোপণ করা হয়।
এই সময় একাডেমিক ভবন, মেডিক্যাল সেন্টার, প্রশাসনিক ভবন সহ খেলার মাঠের পাশে বৃক্ষ চারা রোপণ করা হয়।

এই সময় শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ফিরোজ সরকার।
সংগঠনটির আয়োজকরা জানান, সাহায্যের ডাকপিয়ন প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্যঅনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষদের স্বনির্ভর করে এবং সমাজে সহায়তা ও সহানুভূতির মনোভাব গড়ে তোলা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *