শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা না হ‌ওয়া পর্যন্ত বিএন‌পির আন্দোলন চল‌বে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌ার জন্য আন্দোলন কর‌তে গি‌য়ে বিএন‌পির লাখ লাখ মানুষ খুন, গুম ও মামলার শিকার হ‌য়ে‌ছেন। স্বৈরাচার পা‌লি‌য়ে‌ছে। কিন্তু জনগ‌ণের রাজনৈতিক অধিকার এখ‌নো অর্জিত হয়‌নি। এজন্য আমাদের আন্দোলনও এখ‌নো শেষ হয়‌নি। যতক্ষণ পর্যন্ত জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা না হ‌বে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আন্দোলন চল‌বে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএন‌পি আয়োজিত বিশাল সমা‌বে‌শে ভার্চুয়া‌লি যুক্ত হ‌য়ে প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্র‌তি‌বেশী দে‌শের ফাঁদে পা দি‌য়ে কিছু রাজ‌নৈ‌তিক দল বিভ্রান্ত হ‌য়ে কিছু কথা ব‌লে‌ছে। এজন্য আমা‌দের সজাগ থাক‌তে হ‌বে। দে‌শের ভেত‌রে-বাইরে যারা কলকা‌ঠি নাড়‌ছে তারা চাই না দে‌শে গণতন্ত্র ফি‌রে আসুক। এক যু‌গেরও বে‌শি সময় ধ‌রে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হ‌য়ে‌ছে। কলা‌রোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ। দুই যুগ ধ‌রে আন্দোল‌নের মাধ্য‌মে দেশ স্বৈরাচারমুক্ত হ‌য়ে‌ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব‌লেন, আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ ক‌রি যে এই দে‌শের হা‌রি‌য়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধা‌রে আমরা আন্দোলন চা‌লি‌য়ে যাব।


বিএন‌পির রাজনীতি উন্নয়ন ও উৎপাদ‌নের রাজনীতি উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, বাংলা‌দে‌শের প্র‌ত্যেক অঞ্চ‌লে যেসব সম্ভাবনা আছে, তা সাম‌নে এনে দেশ‌কে এগিয়ে নেওয়া হ‌বে।

এ সময় তারেক রহমান সাতক্ষীরার আম, চিংড়ি ও সুন্দরব‌নের কথা উল্লেখ ক‌রে এসব পণ্য উৎপাদন ও সংরক্ষ‌ণের মাধ্য‌মে বেকার যুবক‌দের কর্মসংস্থান গ‌ড়ে তোলার উদ্যোগ গ্রহ‌ণের কথা জানান।

সমা‌বে‌শে ‌বিএন‌পির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সা‌বেক এম‌পি ও সদ্য কারামুক্ত নেতা হাবিবুল ইসলাম হা‌বিবের সভাপ‌তি‌ত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল খা‌লেক, খুলনা বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ‌বিএন‌পি চেয়ারপার্স‌নের প্রেস উইং-এর কর্মকর্তা শামসু‌দ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমি‌টির সদস্য ডা. শ‌হিদুল আলম, সা‌বেক এম‌পি কাজী আলাউদ্দীন, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক তা‌রিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *