বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

ইউরো ২০২৪: কেন, ওলমোসহ ছয়জন পেলেন গোল্ডেন বুট

যৌথভাবে ইউরো ২০২৪ এর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয় করেছেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন ও স্পেনের ডানি ওলমোসহ আরো চার খেলোয়াড়। প্রত্যেকেই এবারের আসরে করেছেন তিনটি করে গোল।

ফাইনালের এই দুই খেলোয়াড় ছাড়া গোল্ডেন বুট পাওয়া বাকিরা হলেন নেদারল্যান্ডসের কোডি গাকপো, জর্জিয়ার জর্জেস মিকাওটাজে, জার্মানির জামাল মুসিয়ালা ও স্লোভাকিয়ার ইভান শারাঞ্জ। রোববার ফাইনালে কেন ও ওলমো তাদের নামের পাশে আর কোন গোল যোগ করতে পারেননি।
ইউরোপীয়ান ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা উয়েফা আগেই ঘোষনা দিয়েছিল ইংল্যান্ড বনাম স্পেনের খেলা যদি টাইব্রেকারে না গড়ায় তবে গোল্ডেন বুট তিন গোল করা ছয়জনের মধ্যে ভাগ করে দিবেন। এর আগে নিয়ম ছিল যদি একাধিক খেলোয়াড় সম সংখ্যক গোল করে তবে এ্যাসিস্ট বিবেচনা করে একজনকে গোল্ডেন বুটের জন্য বেছে নেয়া হতো।

ইউরো ২০২০’এ ক্রিস্টিয়ানো রোনাল্ডো চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকের সাথে সমান পাঁচ গোল করলেও একটি এ্যাসিস্ট বেশী করায় তিনিই গোল্ডেন বুট জয় করেছিলেন।

২০১২ ইউরোর পর এই প্রথম তিন গোল করে গোল্ডেন বুট জয় করলেন এই ছয় খেলোয়াড়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *