শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
আন্তর্জাতিকআলোচিত সংবাদ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জনের প্রাণহানি, নিখোঁজ ১৯

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলায়েজি দ্বীপে একটি অবৈধ স্বর্ণ খনির কাছে ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২ জনের প্রাণহানি এবং ১৯ জনেরও বেশি নিখোঁজ রয়েছে।

সোমবার এক কর্মকর্তা এ কথা জানান।
প্রবল বৃষ্টিপাতের পর শনিবার গভীর রাতে গোরোন্তালো প্রদেশের বোন বোলাঙ্গো জেলার একটি প্রত্যন্ত গ্রামে ভূমিধসে ১২ জন প্রাণ হারায় এবং বেশকিছু লোক নিখোঁজ হয়।

স্থানীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান হেরিয়ান্তো বলেছেন, যে আটজন মারা গেছে তাদের সরিয়ে নেয়া হয়েছে। পাঁচজন আহত হয়েছে। এছাড়া আরো যে ৪ জন প্রাণ হারিয়েছে তাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ রয়েছে ১৯ জন।

এদিকে ভূমিধসে কয়েকটি সেতু ধসে পড়ায় উদ্ধারকারী দলকে পায়ে হেঁটে দুর্যোগ প্রবণ এলাকায় যেতে হচ্ছে।
উদ্ধারকারী দলে পুলিশ ও সেনাসদস্যসহ ১৮০ জন কাজ করছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় সাধরণত নভেম্বর থেকে এপ্রিলে প্রবল বর্ষণ ও ভূমিধসের ঘটনা ঘটে। জুলাইয়ে শুষ্ক আবহাওয়া থাকে। এ সময়ে ভারি বৃষ্টিপাত খুবই ব্যতিক্রম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *