রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রবিবার, এপ্রিল ৬, ২০২৫

বন্যাকবলিত ১৫ জেলা, ক্ষতিগ্রস্ত ২০ লাখ মানুষ

দেশে চলমান বন্যায় ১৫টি জেলা আক্রান্ত হয়েছে এবং এতে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। আগামী আগস্ট ও সেপ্টেম্বরে আরেকটি বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আজ শনিবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। দেশের বন্যা পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দেশের কোন কোন জেলা বন্যা কবলিত হয়েছে সেটা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কক্সবাজার জেলা বন্যা আক্রান্ত হয়েছে।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বন্যা কবলিত ১৫ জেলায় এ পর্যন্ত নগদ তিন কোটি ১০ লাখ টাকা, আট হাজার ৭০০ টন ত্রাণের চাল, ৫৮ হাজার ৫০০ বস্তা শুকনো ব্যাগ ও অন্যান্য খাবার, শিশুখাদ্য কেনার জন্য ৬০ লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

১৫ জেলায় বন্যা হলেও পুরো জেলা আক্রান্ত নয় জানিয়ে মহিববুর রহমান বলেন, পুরো ১৫ জেলায় মানুষ পানিবন্দি নয়। কোনো কোনো জেলা আংশিকভাবে বন্যাকবলিত। এখন পর্যন্ত আমাদের আশ্রয়কেন্দ্রে ৩৬ হাজার ২২৩ জন আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বন্যায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ। কেউ মারা যায়নি। এর মধ্যেই পানিবন্দি মানুষ রয়েছে। প্রতিদিনই মানুষ অন্তর্ভুক্ত হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, বন্যার কারণে দক্ষিণ দিকেও প্লাবিত হতে পারে। আগামী আগস্ট বা পরের মাস সেপ্টেম্বরেও এমন আরেকটি বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামীকাল রোববার (৭ জুলাই) প্রতিমন্ত্রী টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাবেন বলেও জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *