শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
আলোচিত সংবাদটাঙ্গাইল

টাঙ্গাই‌লে পা‌নিব‌ন্দি শত শত প‌রিবার

টাঙ্গাই‌লে দিন দিন যমুনাসহ বি‌ভিন্ন নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি পা‌চ্ছে। যমুনার পানি বিপৎসীমার ২৬ সে‌ন্টি‌মিটার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। এছাড়া ঝিনাই নদীর পানি বিপৎসীমার ৫৩ সেন্টি‌মিটার সেমি ওপরে প্রবা‌হিত হচ্ছে। পা‌নিব‌ন্দি হ‌য়ে‌ছে শত শত প‌রিবার। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন।

জানা গে‌ছে, বি‌ভিন্ন নদী‌তে পা‌নি বৃ‌দ্ধি পাওয়ায় নিম্নাঞ্চ‌লে পা‌নি প্রবেশ ক‌রে ত‌লি‌য়ে গে‌ছে ফস‌লি জ‌মি। জেলার ভূঞাপুর, নাগরপুর, কা‌লিহাতী, বাসাইল, দেলদুয়ার, মির্জাপুর উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় নিম্নাঞ্চলে পা‌নি প্রবেশ ক‌রে‌ছে।

এ‌দি‌কে পা‌নি বৃ‌দ্ধি পাওয়ায় বসতবা‌ড়ি পা‌নি ওঠায় বেশ কিছু প‌রিবার ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের ঢা‌লে ঝুপ‌ড়ি তু‌লে আশ্রয় নি‌য়ে‌ছে। এতে চরম দূুর্ভো‌গে প‌ড়ে‌ছে তারা। সেখা‌নে দেখা দি‌য়ে‌ছে বিশুদ্ধ পা‌নির সংকট।

অন্যদি‌কে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের বিলপাড়া এলাকায় রাস্তা ভে‌ঙে গে‌ছে। এ‌তে যোগা‌যোগ ব্যবস্থা বি‌চ্ছিন্ন হ‌য়ে‌ পড়েছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু অং‌শে পা‌নির বিপৎসীমা অ‌তিবা‌হিত হয়‌নি। এখনও বিপৎসীমার ১৩ সে‌ন্টি‌মিটার নিচ দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে।

জেলা পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, জেলায় যমুনা নদীসহ বি‌ভিন্ন নদী‌তে পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। এ‌তে বি‌ভিন্ন স্থা‌নে ভাঙন শুরু হ‌য়ে‌ছে। আগামী ২৪ ঘণ্টা পা‌নি আ‌রও বৃ‌দ্ধি পা‌বে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *