শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
আলোচিত সংবাদজামালপুর

জামালপুরে এক যুগেও সংস্কার হয়নি রাস্তা, দুর্ভোগে এলাকাবাসী

জামালপুরে সরিষাবাড়ীতে এক যুগেও ভাঙা রাস্তা সংস্কার না হওয়ায় প্রায় ২শ পরিবারের যাতায়াতের ভোগান্তি চরমে পৌছেছে। রাস্তাটি জরুরীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের পূর্ব ধারাবর্ষা গ্রামের সোহেল নেতার বাড়ি থেকে ধারার্বষা র্পূব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে উত্তর দিকে মানিক মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা মাটি। রাস্তাটি দিয়ে পথচারীদের যাতায়াতের দূভোর্গ পোহাতে হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী খলিলুর রহমান, নাসের, কদ্দুস, শফিকুল, সোহেল, অনেদ আলী শেখ অভিযোগ করে বলেন, কামরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রায় দুই কিলোমিটার এই রাস্তাটি প্রায় একযুগ ধরে ব্যবহারের অনুপোযোগী হয়ে আছে। জনপ্রতিনিধি বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটি নির্মাণে উদ্যোগ নেয়নি। দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহারে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। রাস্তাটির অধিকাংশ জায়গা ভেঙে খালে বিলীন হয়ে গেছে।

স্থানীয় এলাকাবাসী নিজ উদ্যোগে সংস্কার করে চলাচল করে আসছে দীর্ঘদিন ধরে। বর্ষার দিনে এই রাস্তা দিয়ে চলাচল একেবারেই করা যায় না। বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে কোথাও কোথাও ৪/৫ ফুট করে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। রাস্তায় হাটতে গেলে অনেক সময় মাটি পিছলে বয়স্ক মানুষসহ অনেকেই পড়ে গুরুতর আহত হয়। ঘোড়াগাড়ি, মোটরসাইকেল ভ্যানসহ কাদায় পড়ে গিয়ে দূর্ঘটনার শিকার হয়। এই কাচা রাস্তাটি সংস্কার করা হলে পূর্ব ধারাবর্ষা গ্রামের ছাত্র-ছাত্রী ও লোকজনের যাতায়াতের ভোগান্তি কমবে অন্যদিকে মূষূর্ষ রোগী ও প্রসূতি মা-বোনদের দ্রুত উপজেলা সদর হাসপাতালে নেওয়া যাবে।

উনিয়নের চেয়ারম্যান মনসুর আলী খান বলেন, পূর্ব ধারাবর্ষা রাস্তার সমস্যাগুলো দীর্ঘদিনের। এর মধ্যে ওই এলাকার উন্নয়নমুলক কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতি দ্রুত ওই ভাঙা রাস্তাটির সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *