বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহ

ডেঙ্গু প্রতিরোধে মসিকের নিয়মিত অভিযান পরিচালিত

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মাসিক) নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়ায় ইতোমধ্যে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে পুলিশ লাইন এলাকার নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এক ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, এ সময়ে সাধারণত এডিস মশার সংক্রমণে সৃ্ষ্ট ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। ডেঙ্গু রোধে কোন প্রতিষ্ঠান বা নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা আইনের আওতায় আনা হচ্ছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

 

এ ধরনের অভিযান চলমান থাকবে। এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, ডা. তাসমিয়া জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানার পূর্বে পুলিশলাইন এলাকার জেলখানা রোডে রাস্তায় নির্মাণসামগ্রী রাখার দায়ে এক ভবনমালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও পুলিশ বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *