বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
ময়মনসিংহলীড নিউজ

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করা হয়েছে। জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে মামলাটি করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।

বুধবার ( ২৮ নভেম্বর) বিকেলে জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪/৫ ধারায় মামলাটি হয়েছে। জেলা ও দায়রা জজ (সিনিয়র স্পেশাল জজ) আদালতে বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগ জেলা সমন্বিত দুর্নীতি দমন কর্মকর্তার কার্যালয়ে তদন্ত ও প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী রিয়াদ মোহাম্মদ সাঈদ জানান, নগরীর মোহাম্মদ আলী রোডের মৃত অ্যাডভোকেট ইব্রাহিম পারভেজের ছেলে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে আদালতে মামলাটি করেন।

এদিকে এ বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইল নম্বরে কল করা হলে তারা রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *