রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রবিবার, এপ্রিল ৬, ২০২৫

১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’

প্রথমবারের মতো আগামী ১৮ অক্টোবর জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ পালন করবে বাংলাদেশ।

সোমবার (২৩ আগস্ট) ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। ফলে এখন থেকে প্রতিবছর জাতীয়ভাবে দিবসটি পালিত হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন থেকে প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে শেখ রাসেল দিবস। শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব দেয় এবং এর যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে সোমবার মন্ত্রিসভা বৈঠকে তা অনুমোদন পায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি সেদিনের সেই অবুঝ শিশু শেখ রাসেলও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *