স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রদক্ষিণ করে উত্তর বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন ময়মনসিংহ জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলেরমোঃ মাজহারুল ইসলাম প্রত্যয়, সদস্য হৃদয় পাশা মহসিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন,
যুগ্ম আহবায়ক আল ইমরান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন তারেক,
স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান সোহাগ, জোবায়ের হোসেন আকাশ প্রমুখ।