স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিন ছাত্রদল।
সোমবার রাতে নগরীর নতুন বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারন সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারন সমপআদক রায়হান শরীফ হলুদের নেতৃত্বে ছাত্রদলের হাজারো নেতাকর্মীর বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।