শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

সুপার ক্লাসিকোতে রাতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ কোনটি?- এমন প্রশ্নের জবাবে অধিকাংশ মানুষের কাছ থেকেই শোনা যাবে আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচের কথা। ল্যাটিন ফুটবলের দুই পরাশক্তির সম্মুখ লড়াইয়ে বুঁদ হয় তামাম বিশ্বের ফুটবল প্রেমীরা। যদিও আরও একবার এই সুযোগ পাচ্ছেন তারা।

রবিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আরেকটি সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের আট নম্বর ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। নিজেদের ঘরের মাঠ করিন্থিয়াস এরেনায় হবে দুই দলের এ জমজমাট খেলাটি।

চলতি বছরের জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে শেষবার মুখোমুখি হয়েছিল শক্তিশালী এ দুই দল। ঐতিহাসিক মারাকানার মাঠে ব্রাজিলের দম্ভ চূর্ণ করে সেদিন ১-০ গোলে জয় নিয়ে বাড়ি ফিরেছিল আর্জেন্টিনা। এর সঙ্গে সঙ্গেই দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ পায় ম্যারাডোনার উত্তরসূরিরা। এবারের ম্যাচটি হয়তো কোপার ফাইনালের মতো এত বড় নয়, যদিও পরিস্থিতি বিবেচনায় এর গুরুত্বও অনেক।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে ব্রাজিল। এখনো পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টিতেই জয় পেয়েছে তারা। মূলত এর সুবাদে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে ল্যাটিন অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে সেলেসাওরা। এই সাত ম্যাচে ১৭ গোলের বিপরীতে তারা হজম করেছিল মাত্র দুইটি।

অবশ্য ব্রাজিলের মতো সব ম্যাচ জেতেনি আর্জেন্টিনা। কিন্তু তারা কোনো ম্যাচ আবার পরাজিতও হয়নি। এখন পর্যন্ত সাত ম্যাচে ৪ জয় এবং ৩ ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। ফলে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে দলটি। এই সাত ম্যাচে মোট ১২ গোল করার বিপরীতে আলবিসেলেস্তেদের ৬টি গোল হজম করতে হয়েছে।

যদিও দুই দলই বিশ্বকাপ বাছাইয়ের এবারের মিশনটা জয় দিয়ে শুরু করেছিল। ভেনেজুয়েলার মাঠে খেলতে নেমে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা আর ব্রাজিল ১-০ গোলে হারিয়েছিল চিলিকে। এবার দুই দলের মুখোমুখি লড়াইয়েই হয়তো যে কোনো এক দল প্রথম পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, সামগ্রিকভাবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি পরিসংখ্যানও বেশ জমজমাট। দুই দল এখন পর্যন্ত মোট ১১২টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ২৫টি ড্র-এর বিপরীতে ব্রাজিলের জয় ৪৬টিতে আর ৪১ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। আর দুই দলের শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা জয় ৩টিতে আর ব্রাজিল জিতেছে ২ ম্যাচ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *