শনিবার, এপ্রিল ৫, ২০২৫
শনিবার, এপ্রিল ৫, ২০২৫

সিনিয়র না হলে জয়কে থাপড়াতাম : মিষ্টি জান্নাত

সঞ্চালকের আসনে বসে অতিথিকে বেকায়দায় ফেলেন শাহরিয়ার নাজিম জয়। মাঝে মাঝেই তার প্রশ্নে বিব্রতবোধ করেন অতিথিরা। এই ভয়ে অনেকে তার অনুষ্ঠানেই যান না। অনেকেই প্রকাশ করেন ক্ষোভ। এবার এই তালিকায় নাম উঠল চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। তিনি রীতিমতো ক্ষুব্ধ। সিনিয়র নাহলে জয়কে চড় মারতেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

মিষ্টি জান্নাতকে ‘ওই মেয়ে’ বলে সম্বোধন করেছেন জয়। তিনি বলেছিলেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’ তাতেই চটেছেন মিষ্টি।
রীতিমতো তেতো কথায় ঝেড়েছেন জয়কে। মিষ্টি বলেন, ‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন।’

তার কথায়, ‘সে (জয়) আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো, চলো লং ড্রাইভে যাই? অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না।’
মিষ্টি জান্নাত বলেন, ‘সে বলল, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।’

বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি জয়। তবে তার পক্ষ থেকে সরব হয়েছেন তমা মির্জা। সামাজিক মাধ্যমে নায়িকা লিখেছেন, ‘ভিডিওটি দেখলাম, শুনলাম এবং অবাক হলাম, শুধু জয় ভাই না আরও অনেককে ছোট করে, অপমান করে, নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কী প্রমাণ করতে চাচ্ছেন? কেউ জানলে জানাবেন প্লিজ, তিনি কি আসলে ভাইরাল হতে চান? আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *