শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

সদরে আবু সাইদ, মুক্তাগাছায় আব্দুল হাই ও গৌরীপুরে সোমনাথ সাহা নির্বাচিত

উৎসব মূখর এবং সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার (২১ মে ) রাতে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ নির্বাচন কর্মকর্তা ইফতেখার ইউনুস বেসরকারিভাবে সদর উপজেলা পরিষদ নির্বাচনের ১১ টি ইউনিয়নের ১০৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি বলেন, এই সদর উপজেলার মোট ভোটার সংখ্যা ৩,১৬,৪৮১ ভোট।

সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ স্বতন্ত্র দোয়াত-কলম প্রতিকে ৪৪,৫৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ হোসাইন ঘোড়া প্রতিকে পেয়েছেন ৪০,৬৫১ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান মিলন প্রতিক টিয়া পাখি ও তাহমিনা সুলতানা কাজল প্রতিক হাঁস বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ৯৫টি ভোট কেন্দ্রের বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ। তিনি জানান চেয়ারম্যান পদে আনারস প্রতিকে সোমনাথ সাহা ৫৪,৯২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতিকে মোঃ মোফাজ্জল হোসেন পেয়েছেন ৪৮,০৫৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ৪১,৩৮০, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ৪২,৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনের ১১৮টি ভোট কেন্দ্রের বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । তিনি জানান, চেয়ারম্যান পদে মটরসাইকেল প্রতিকে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই আকন্দ ৬৭,২০০ ভোট পেয়ে বেসরকরি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আরব আলী পেয়েছেন ১৮,৩০০ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার ৩৯,৫৯৫ ভোট এবং ভাইস চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ৫৯,৮২৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে সকালে ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ইয়া সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *