শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

শেখ হাসিনা ভারতে বসে এখনও ষড়যন্ত্র করছেন : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা পাখির মতো মানুষকে গুলি করে মেরেছেন। পালিয়ে গিয়ে ভারতে বসে এ দেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে এখনও ষড়যন্ত্র করছেন।

ভারত সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের মানুষ ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠছে। অবিলম্বে খুনি হাসিনাকে দেশে পাঠাতে হবে, তাকে বিচারের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার সকালে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর গুলি করে গণহত্যা এবং গুম-খুনের বিচার দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

এ সময় তিনি শেখ হাসিনার ছেলে জয় প্রসঙ্গে বলেন, জয়ের কথা শুনে সার্কাস মনে হয়, সকালে একটা বলেন, বিকালে অন্য কথা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, মোয়াজ্জেম হোসেন লিটন, ফরহাদ রব্বানী সুমন, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টুটন, হুমায়ন কবির সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আ. ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আ. কুদ্দুস, যুবদলের সহ-সভাপতি আবুল কাশেম ডলার, সহ-সম্পাদক ফরহাদ আল রাজি, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান হোসেন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, ছাত্রদলের সাবেক আহবায়ক আ. মোমেন শাহিন, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, ছাত্রদল নেতা রোজেল বিশ্বাস, মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব শামিম মিয়া প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *