শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মসিক মেয়র টিটু
করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধের পর রবিবার সারা দেশের মত খুলেছে ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। এ উপলক্ষ্যে রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রিমিয়ার আইডিয়াল স্কুল পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের(মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় তিনি শিক্ষক শিক্ষার্থী এবং অভিবাবকগণের সাথে আলাপ করেন এবং করোনা স্বাস্থ্যবিধি প্রতিপালনে সকলকে অনুরোধ জানান। এ সময় প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক চান মিয়া, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন , অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলিপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।