বুধবার, এপ্রিল ২, ২০২৫
বুধবার, এপ্রিল ২, ২০২৫

রুহুল আমিন গাজীর রোগমুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের দোয়া মাহফিল

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম’র বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর রোগমুক্তি কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বাদ আছর ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন নগরীর গোহাইলকান্দি মোড় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।

এসময় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান সবুজ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক নিয়ামুল কবির সজল, শেখ মহিউদ্দিন, শাহ আলম উজ্জ্বল, এস এম হোসাইন শাহীদ, নজীব আশরাফ, মতিউল আলম, বিপ্লব বসাক, কামরান পারভেজ, কামরুল হাসান, জাহাঙ্গীর কবির জুয়েল, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, রাসেল হোসেন, জগলুল পাশা রুশো, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম তরফদার, আব্দুস সাত্তার, মফিজ উদ্দিন, আব্দুল আউয়াল, কামরুজ্জামান মিন্টু, মুকুল শাহরিয়ার, নাজিম উদ্দিন সায়িদ, শাকিল আহমদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *