শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
আলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহ

ময়মনসিংহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে ব্যবসায়ীদের স্মারকলিপি

দীর্ঘদিন পর লকডাউন তুলে নেয়ার পর ময়মনসিংহের ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও প্রতিদিন অসংখ্য বার লোড শেডিংয়ের নামে ঘণ ঘণ বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। প্রচন্ড তাপদাহ এবং অসনীয় গরমের কারণে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠা খোলা রাখতে পারছে না। বিদ্যুৎ না থাকলে ক্রেতারাও মার্কেটে গিয়ে ফিরে যাচ্ছে নিজ বাসায়। এতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হতে হচ্ছে। এছাড়াও ময়মনসিংহের আবাসিক বাসা-বাড়িতেও ঘণ ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে নারী-শিশু শিক্ষার্থীসহ সকলেই অসহ্য গরমে কারণে যন্ত্রণার শিকার হচ্ছেন।

এমতাবস্থায় ৮ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নিকট নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবীতে স্মারকলিপি প্রদান করেছেন ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। ব্যবসায়ীদের দেয়া স্মারকলিপির কপি বিদ্যুৎ সচিবকে অবহিত করা ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন জেলা প্রশাসক ।

আগামী দশদিন বিদ্যুতের অবস্থা পর্যবেক্ষণ করবে, এসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহের উন্নতি না হলে পরর্বতীতে কঠোর কর্মসূচি গ্রহন করার কথা জেলা প্রশাসককে অবহিত করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

স্মারকলিপি পাঠ করেন ময়মনসিংহ মুদ্রন শিল্প মালিক সমিতির সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল, এসময়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রহমান, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রব মোশাররফ, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক একেএম আজাদ সেলিম, জেলা ড্রাগিস্ট এন্ড কেমেস্টি এসোসিয়েশনের সভাপতি দীবাকর দে, দুর্গাবাড়ি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তৌহিদুজামান ছোটন, মেছুয়া বাজার কাঁচা মাল ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, দোয়েল শপিং কমপ্লেক্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ প্রমূখ।

বুধবার বিকেলে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নিকট নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবীতে স্মারকলিপি প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ। এসময় অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শাহ শিব্বির আহমেদ লিটন, আবুল কাশেম, রতন সরকার, আব্দুল মোতালেব লাল, খন্দকার সুলতান আহমেদ, সজল কোরায়শী, সাখাওয়াত হোসেন, নূর নাহার দীপা, আবু রাসেল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *