ময়মনসিংহে জটিল ৪০৪ রোগীর মাঝে দুই কোটি টাকার চেক বিতরণ
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এবং থেলাসেমিয়ায় আক্রান্ত রোগীদের ৭ সেপ্টেম্বর এককালীন অনুদানের চেক বিতরণ করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
জেলায় মোট ৪০৪ জন দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তির মাঝে মোট দুই কোটি দুই লাখ টাকার চেক বিতরণ করা হয়। অসহায় রোগীরা তাদের চিকিৎসার জন্য টাকার চেক পেয়ে আনন্দে উদ্বেলিত। তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
এছাড়া জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে জেলার ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ জেলার ১৩টি উপজেলার ১০১টি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মাঝে মোট ৩৯ লাখ ৫ হাজার টাকার চেকও বিতরণ করা হয় ৭ সেপ্টেম্বর ।
ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ জাহাঙ্গীর আলম, ।