বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
অর্থনীতিআলোচিত সংবাদব্রেকিং নিউজময়মনসিংহ

ময়মনসিংহে চড়া সবজি-মাছের বাজার

আমদানি কমের অযুহাতে ময়মনসিংহে বাড়ছে সবজি-মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি খোলা সয়াবিন তেল, চিনি ও পেঁয়াজে বেড়েছে ১০ টাকা। সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

বাজারের পেঁয়াজ-রসুন বিক্রেতা খোকন মিয়া বলেন, আমদানি কম তাই দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজ ১০ টাকা বেড়ে হয়েছে ৪৫ টাকা, রসুন বড় ১৪০, ছোট ৮০, আলু ২০-২৫ ও আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শম্ভুগঞ্জ মধ্যবাজারের বিনয়পাল স্টোরের মালিক বিমল পাল বলেন, চিনি গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে হয়েছে ৮০ টাকা, ছোলা ৫ টাকা বেড়ে ৬৫, আটা ৫ টাকা বেড়ে ৩০, ইন্ডিয়ান মসুর ডাল ৫ বেড়ে ৮০ টাকায় বিক্রি হয়েছে।

সবজি বিক্রেতা আশরাফুল আলমগীর বলেন, এখন সব ধরনের সবজির আমদানি কম। তাই দামও বেড়েছে।

তিনি বলেন, বেগুন ৩০, পটল ৩০, করলা ৬০, পেপে ২০, কাঁচা মরিচ ১৪০, সিম ১৪০, গাজর ১০০, টমেটো ১০০, বরবটি ৩০, চিচিঙ্গা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা হারুন মিয়া বলেন, বাজারে মাছ নেই। তাই গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে।

তিনি বলেন, সিলভার কার্প কেজিতে ২০ টাকা বেড়ে হয়েছে ২১০-২২০, মৃগেল ২৫০, শিং ৩৮০, বাউশ ৩৮০, পাঙ্গাস ১২০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। অথচ গত সপ্তাহে এসব মাছ কেজিতে ২০-৩০ টাকা কমে বিক্রি হয়েছে।

এদিকে, সোনালী মুরগি প্রতি কেজি ২২০, ব্রয়লার ১২০, দেশি মুরগি ৩৮০-৪০০, লেয়ার ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *