ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে ৬ অপরাধী গ্রেফতার
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ অবিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে নেশা জাতীয় উনজেকশন উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক কোতোয়ালী মডেল থানা এলাকাসহ বিভাগীয় নগরীর আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসাবে মঙ্গলবার সি আর গ্রেফতারী পরোয়ানায় মোঃ জাকির হোসেন ও জয়নাল আবেদীন নামের দুইজন, জি আর গ্রেফতারী পরোয়ানায় হাজিফুল ইসলাম ও মোঃ নাদিম মিয়া নামে আরো দুইজন এবং নিয়মিত পুরাতন মামলায় মোঃ রাকিব নামে একজনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া হায়দার আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১৫ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মানসিক ভারসম্যহীন জ্যোতি আক্তার জুঁই নামে শেরপুরের তারাকান্দি থেকে হারিয়ে যাওয়া মহিলাকে উদ্ধার করে কোতোয়ালী পুলিশ। পরে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।