ময়মননিসংহের সাথে নানা পণ্য আমদানি-রপ্তানী করতে চায় নেপাল
বাংলাদেশ-নেপাল ব্যবসায়ী সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা বিষয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র এর সাথে ২ সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ব্যবসায়ীদের সাথে আগামী দিনে নানা পণ্য আমদানি-রপ্তানীর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ^াস দিয়েছেন নেপালের রাষ্ট্রদূত।
সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ময়মনসিংহ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)।
ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহার সঞ্চালনে অনুষ্ঠানে নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব এবং বিভিন্ন ব্যবসায়িক-সামাজিক-নাগরিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।