বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫

মেসি ম্যাজিকে সেমিফাইনালে মায়ামি

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে নিজেদের ঘরের মাঠে লস অ্যাঞ্জেলেস এফসিকে (এলএএফসি) ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাবটি।

প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরে চাপে পড়েছিল মায়ামি। তাই ফিরতি লেগে জয়ের কোনো বিকল্প ছিল না। তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি মায়ামির জন্য। মাত্র ৯ মিনিটেই গোল হজম করে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা।

তবে ম্যাচে মায়ামিকে ফেরান সেই চিরচেনা মেসি। ৩৫ মিনিটে ডি-বক্সে ঢুকে বাম পায়ের নিখুঁত শটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে গোল করেন নোয়াহ অ্যালেন। যদিও বল জালে জড়ায় প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে।

দুই লেগ মিলিয়ে তখন স্কোরলাইন দাঁড়ায় ২-২। অ্যাওয়ে গোল নিয়মে তখনও এগিয়ে ছিল লস অ্যাঞ্জেলেস এফসি। কিন্তু মেসির দলের হাল ছাড়েননি। ৮৪ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার মার্লনের ভুলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি।

তাতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি এবং নিশ্চিত করে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল।

সেমিফাইনালে ইন্টার মায়ামি খেলবে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে। প্রথম লেগ হতে পারে ২২, ২৩ অথবা ২৪ এপ্রিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *