মুক্তাগাছায় খেলার সময় দুই শিশুর ঝগড়া নিয়ে মাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় খেলার সময় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ঘুম থেকে ডেকে তুলে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গৃহবধূর চাচা শ্বশুর সোলায়মান মিয়া এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বাঁশাটি ইউনিয়নের গোয়ারি উত্তর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিউলী আক্তার (৩০) ওই গ্রামের অটোরিকশাচালক শরিফুল ইসলামের স্ত্রী। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল-শিউলী দম্পতির পাঁচ মাসের এক শিশুসহ তিন কন্যাসন্তান রয়েছে। শুক্রবার বিকালে খেলাধুলার সময় শরিফুলের ছয় বছরের মেয়ের সঙ্গে চাচা সোলায়মান মিয়ার পাঁচ বছরের ছেলের ঝগড়া ও মারামারি হয়। সেই ঝগড়ার জেরে শনিবার সকালে বাড়িতে এসে শরিফুল ও তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন সোলায়মান। এ সময় গতকালের ঝগড়ার বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সোলায়মান দা দিয়ে শিউলীকে কুপিয়ে হত্যা করেন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে স্বামী শরিফুলকেও তাড়া করেন তিনি। শরিফুল দৌড়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দিয়ে বেঁচে যান।
মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সোলায়মান মিয়া পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’