মা হারালেন মোনালি ঠাকুর
ভারতের স্বনামধন্য বাঙালি গায়িকা মোনালি ঠাকুরের মা মারা গেছেন। শুক্রবার (১৭ মে) মোনালি ঠাকুর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এক আবেগঘন পোস্টে মোনালি লেখেন, ‘শেকল ছিঁড়ে গেছে… অবশেষে কষ্টের অবসান…। দুপুর ২টো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।’
জানা গেছে, মোনালি ঠাকুরের মা লাইফ সাপোর্টে ছিলেন।
এর আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অসুস্থ মা’কে নিয়ে ছবি পোস্ট করেন মোনালি।
ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করে মোনালি লিখেছিলেন, ‘এই কঠিন পরিস্থিতিতে কীভাবে লড়তে হয়, তা কেন শেখাওনি তুমি…অসহায় লাগছে…কী করব বুঝতেই পারছি না। মা তুমি শান্তিতে থেকো। কিন্তু তাকে ছাড়া আমার জীবনটা কেমনভাবে চলবে…কোথায় রয়ে গেলাম মা আমি… এবার কী করব… আমার মা, আমার শিকড়, আমার সব…’
এর আগে এক পোস্টে মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটি পোস্ট দেন মোনালি। লেখেন, ‘কীভাবে সামলাব এই পরিস্থিতি। কীভাবে এই শূন্যতাকে ভরিয়ে তুলব! এই ব্যথা কীভাবে দূর হবে! মনে হয় মা ক্লান্ত, কিংবা নয়। কিন্তু এটাই সময়, আর আমি এক কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি। মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে দেব। ’
উল্লেখ্য, স্বামীর সঙ্গে সুইজারল্যান্ডে থাকেন অভিনেতা শক্তি ঠাকুরের মেয়ে মোনালি। রিয়্যালিটি শো থেকে ওঠার পর খুব অল্প সময়েই টালিউড ও বলিউড দর্শকদের মনে স্থান করে নেন তিনি।