বুধবার, মার্চ ২৬, ২০২৫
বুধবার, মার্চ ২৬, ২০২৫

মা হওয়ার অনুভূতি বোঝানো মুশকিল: শুভশ্রী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙুলি সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেন স্বামী রাজ চক্রবর্তী, পুত্র ইউভানসহ সংসার-ক্যারিয়ারের অনেক বিষয় নিয়ে। তার মতে, তার জীবনে ‘মা’ হওয়া অভিনেত্রী হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

শুভশ্রী বলেন, ‘যে নিজে মা হয়নি, সন্তানের জন্ম দেয়নি, প্রথমবার সন্তানকে কোলে নেয়নি তাকে এই অনুভূতি বোঝানো খুবই মুশকিল। ইউভান আমার এই সব স্বপ্ন পূরণ করেছে। তাই ইউভানের মতো দামি আমার জীবনে আর কেউ নয়।

অভিনেত্রীর মাতৃত্ব নিয়ে আলোচনা করতে করতেই উঠে আসে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গ। যা এই মুহূর্তে টলিউডের চর্চিত একটি বিষয়। এ নিয়ে শুভশ্রী বলেন, ‘মা হওয়ার জন্য নুসরাতকে যেভাবে ট্রোলের শিকার হয়েছে, আমার ধারণা সেটাকে ও একদমই গুরুত্ব দেয়নি। বরং নিজের মতো এই সময়টাকে উপভোগ করছে। নুসরাতও হয়তো তাদেরই মনে রাখবে, যারা ওর পাশে ছিল।’

শাশুড়ির কথাও বলতে ভুললেন না শুভশ্রী। অভিনেত্রী জানালেন, শাশুড়ি মা কোনো দিন তাকে রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেননি। শুভশ্রী কথায়, ‘এক গ্লাস জল চাইলেও মা রাজের কাছে চান। আমাকে কোনো দিন বলেননি এক গ্লাস জল এনে দাও।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *