মসিকের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ
করোনা মহামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলার প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশক্রমে সিটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২০ সেপ্টেম্বর) পুলিশ লাইন হাই স্কুল, বর্ডারগার্ড স্কুল এন্ড কলেজ, নাসিরাবাদ কলেজ মিলে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে এ মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী প্রকৌশলী যান্ত্রিক শফি কামাল, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, স্যানিটারী ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।