বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হতে ব্লাড চোর ও প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মডেল কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (এমএমসিএইচ) হতে ব্লাড চোর ও প্রতারক চক্রের ২ (দুই) সদস্য গ্রেফতার হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় কোতোয়ালী মডেল থানায় এক প্রেস ব্রিফিংএ থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম খান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মোঃ সেলিম মিয়ার এজাহারের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে কর্মরত সদস্যদের সহায়তায় ব্লাড চোর ও প্রতারক চক্রের ২ সদস্য আসামী মোঃ নাঈম খান পাঠান (৩৮) ও মোঃ আব্দুল্লাহ @ তুষার চন্দ্র দে (২২) ময়মনসিংহদ্বয়কে ১ ব্যাগ ব্লাড সহ হাতে নাতে গ্রেফতার করে। উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত হাসপাতাল হইতে কৌশলে ব্লাড চুরিসহ সাধারন মানুষকে ব্লাড বিক্রয়ের কথা বলিয়া প্রতারনা করিয়া আসিতেছে বলেও জানান তিনি। উল্লেখিত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বিকেলে মোঃ নাঈম খান পাঠান ও মোঃ আব্দুল্লাহ ② তুষার চন্দ্র দে পরস্পর যোগসাজশে চরপাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ২য় তলার ব্লাড ব্যাংক হতে কৌশলে ১ ব্যাগ ব্লাড চুরি করে নিযে যাওয়ার সময় উক্ত ব্লাড ব্যাংকে ইউনিটে কর্মরত সদস্যসহ উপস্থিত লোকজন বিবাদীদ্বয়কে ১ ব্যাগ ব্লাডসহ হাতে নাতে ধৃত করেন। অতঃপর থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীদ্বয়কে হেফাজতে নেয় এবং তাদের নিকট হতে উদ্ধারকৃত ১ ব্যাগ ব্লাড বিধি মোতাবেক জব্দ করেন। তারা দুইজনে পরস্পর যোগসাজশে উক্ত ব্লাড চুরি করার কথা স্বীকার করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *