শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ আহ্বায়ক অনি গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি গ্রেপ্তার হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত ভিডিওচিত্র যাচাই করা হয়। ভিডিওর সূত্র ধরে গুলি বর্ষণকারী হিসেবে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

উল্লেখ্য যে, ধৃত আসামি ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং ৪০, তাং-২৪/০৭/২০১৫খ্রি., ধারা -৩০২/১০৯/৩৪ দঃ বিঃ মামলার পলাতক আসামি। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *