ময়মনসিংহ প্রেসক্লাবের প্রবীণ সদস্য খোরশেদ উদ্দিন পাঠান স্মরণে স্মরণসভা
ময়মনসিংহ প্রেসক্লাবের প্রবীণ সদস্য এডভোকেট মোঃ খোরশেদ উদ্দিন পাঠান এর বর্ণাঢ্য কর্মজীবন স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (০৭ অক্টোবর) সন্ধায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সহ-সভাপতি মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমিত রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাব সহ-সভাপতি দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, পরিবারের পক্ষে বড় ছেলে এডভোকেট সালাউদ্দিন পাঠান, ছোট ছেলে ডাঃ শরীফ উদ্দিন পাঠান, ক্লাব সাবেক সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, ডাঃ কে আর ইসলাম, অধ্যাপক আব্দুর রাজ্জাক, ডাঃ মোঃ নুরুল্লাহ্, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, বাবুল হোসেন, মীর গোলাম মোস্তফা, শেখ মহিউদ্দিন আহম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম, সদস্য আইয়ুব আলী প্রমুখ।
এসময় ক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই এডভোকেট মোঃ খোরশেদ উদ্দিন পাঠান স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে তাঁর বড় ছেলের হাতে শোক বার্তা তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, এডভোকেট মোঃ খোরশেদ উদ্দিন পাঠান ছিলেন একজন নির্ভিক সত্যবাদী লোক। তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন। তিনি সকলের সাথেই বন্ধু সুলভ আচরন করতেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। অনুষ্ঠানে মরহুমের আত্নার মাফফেরাত কামনা দোয়া করা হয়।