ময়মনসিংহে ৯ সদস্য বিশিষ্ট ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। এতে পদাধিকার বলে জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম আহ্বায়ক এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ফুটবলার ও কোচ এনামুল হক আকন্দ লিটনকে প্রথম সদস্য নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক ক্রিকেটার ও জামায়াত নেতা মাহাবুবুর রশিদ ফরাজী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও বাফুফের রেফারি রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়ানুরাগী একেএম মাহাবুবুল আলম, সাবেক ক্রিকেটার মো. মোস্তফা, ছাত্র প্রতিনিধি আনোয়ার হোসেন মঞ্জু, ক্রীড়া সাংবাদিক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। এ ছাড়া কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল আমিনকে।
নবগঠিত কমিটির সদস্য সচিব মো. আল আমিন জানান, জাতীয় ক্রীড়া পরিষদ আইনের গঠনতন্ত্র মেনে এই কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী কমিটি গঠন পর্যন্ত এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে।
এদিকে নবগঠিত এই ক্রীড়া কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। আশা করছি নবগঠিত কমিটির মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনে নবদিগন্ত সূচিত হবে।