শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ময়মনসিংহে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে। রবিবার বিকেলে নগরীর টাউনহল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।

পরে টাউনহলের এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা আ. ন. ম. আব্দুল ওয়াদুদ। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহিত উর রহমান শান্ত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। আমাদের সকলকে বৃক্ষরোপণের প্রতি আরও গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুলসহ প্রমুখ। নার্সারি মালিক সমিতির পক্ষ থেকে অনুভতি ব্যক্ত করেন জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি সুরুজ আলী মীর।

অনুষ্ঠানের শুভ সূচনায় জেলা প্রশাসন প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানে বণ্য হাতির আক্রমণে দুইজন মারা যাওয়ার দুই পরিবারের সদস্যদের হাতে ৬ লাখ টাকার চেক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মেলায় ২৯ টি নার্সারি অংশ নিয়েছে। এ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *