শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ময়মনসিংহে সুইমিংপুলে নতুন করে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন সুইমিংপুলে নতুন করে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক। বুধবার (১ লা সেপ্টেম্বর ) ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দুর্ঘটনা সারা পরিবারের কান্না, নদীমাতৃক দেশ বাংলাদেশ, এদেশে ছোট বড় সকলকেই সাঁতার জানা অত্যন্ত প্রয়োজন। তাই সাঁতার না জানা সকল পরিবারের সদস্যদেরকে সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম (সার্বিক) ,সাঁতার প্রশিক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম কাজল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রশিক্ষণের প্রথম দিনে ১৮ জন সাঁতারু অংশ নেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *