শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ময়মনসিংহে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা

ময়মনসিংহে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলেম-ওলামা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় এই আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ময়মনসিংহের পরিচালক মো. হাবেজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন। আলোচনা সভায় আলেম-ওলামাগণ, বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও নেতৃবৃন্দসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, ধর্মীয় মেলবন্ধন ও পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ ধরে রাখতে সভায় বিভিন্নমুখী আলোচনা হয়। সাম্প্রতিক প্রেক্ষাপটে জাতি, ধর্ম, নির্বিশেষে ময়মনসিংহের সকল শ্রেণীর নাগরিকের নিরাপত্তা ও শান্তি রক্ষার্থে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে সভায় বক্তাগণ বিশেষভাবে আলোচনা করেন।

বক্তারা বলেন, যুগে যুগে সকল ধর্মে মহাপুরুষরা এসেছেন। সকল ধর্মের মূল বাণী কাছাকাছি। ধর্ম মানুষকে সম্প্রীতি, শান্তির কথা বলে। কোনো ধর্মই হত্যাকাণ্ড সমর্থন করে না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে যেকোনো ধরনের পায়তারার ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা সবাই যেন সে চেতনাকে ধরে রাখতে পারি। পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।

বৌদ্ধ, খ্রিস্টান ও সনাতন ধর্মীয় প্রতিনিধিগণ আলোচনা সভায় তাদের বক্তব্যে ধর্মীয় ব্যাপারে সংযমের প্রতি গুরুত্বারোপ করেন। ময়মনসিংহে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতি বজায় আছে বলেই ময়মনসিংহে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না বলে সভায় উল্লেখ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *