ময়মনসিংহে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ
ময়মনসিংহের সড়কগুলোতে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকেই নগরীর মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়।
এ সময় দায়িত্ব পালন করতে আসলে ছাত্র-জনতা ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানান। ফায়ার সার্ভিস কর্মী, আনসার সদস্য ও শিক্ষার্থীদেরও তাদের সঙ্গে সড়কের শৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঁইয়া জানান, সোমবার রাত থেকেই ট্রাফিক পুলিশ কাজে যোগ দিয়েছে। তবে নগরের প্রত্যেকটি মোড়ে মঙ্গলবার সকাল থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে। ট্রাফিক পুলিশকে সহযোগিতা করাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।