বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ময়মনসিংহ

ময়মনসিংহে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তরুণদের অংশগ্রহনে দিনব্যাপী কর্মশালা

কামরুল হাসান : ১৯ নভেম্বর সকালে ময়মনসিংহ দিঘারকান্দা বাইপাস মোড় আসপাডা প্রাঙ্গনে IRI (International Republican Institute) প্রকল্পটির আর্থিক সহায়তা এবং রূপসা সংস্থার আয়োজনে ও বাস্তবায়নে ময়মনসিংহ জেলার দূর্নীতি ও লুটপাট বিষয়ে যুব সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধিতে Transnational Responses against corruption and Kleptocracy কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় ময়মনসিংহ জেলার বিভিন্ন বিশ^বিদ্যালয় এবং কলেজের প্রায় ৩৬ জন যুব অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে তাদের দুর্নীতি ও কষবঢ়ঃড়পৎধপু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন ও নীতিমালা সংস্কারে তাদের দায়িত্ব ও কর্তব্য উপস্থাপন করেন এবং পাশপাশি মাঠপর্যায়ে স্বাক্ষরতা অভিযান পরিচালনায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কর্মশালা অনুষ্ঠানে রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডলের সভাপতিত্বে এবং জুলি বাড়ই এর সঞ্চালনায় দুর্নীতি ও Kleptocracy বিষয়ে বক্তব্য রাখেন রূপসা সংস্থার পরিচালক (কর্মসূচী) টিম লিডার শেখ মোস্তাফিজুর রহমান, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন, ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয়ের ফিসারীজ টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফাতেমা হক শিখা, ময়মনসিংহ সুজন এর সাধারণ সম্পাদক মো: আলি ইউসুফ, ময়মনসিংহ জজ কোর্টের এডভোকেট এম.এ হান্নান, ময়মনসিংহ ঘাগড়া বাড়েরা কলেজের অধ্যক্ষ ও কাব্যকার সুমি সরকার সহ প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠানে যুবরা বলেন বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে দেশব্যাপি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং দুর্নীতি ও Kleptocracy প্রতি একমত হয়ে তাদের প্রতিশ্রুতি প্রকাশ করে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। উল্লেখ্য নতুন শব্দ চরনের দুর্নীতিবাজ শীর্ষক শিরোনামে এই সেমিনারটি তরুন ও যুব সম্প্রদায়েরর মাঝে ব্যতিক্রমী প্রত্যাশা জাগিছে। তরুন সমাজ নতুনভাবে নিজেদের আয়নায় নিজেরা দেখতে পাবে একটি অন্যন্য দৃষ্টান্তমূলক আশা জাগানিয়া পথে। যাতে দুর্নীতিবাজ এই দেশে আর নতুন ভাবে জন্ম নিতে না পারে। সেই সাথে এই রকম ওয়ার্কশপ দেশের প্রতিটি কলেজে স্কুল মাদরাসায় ছড়িয়ে দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার পত্যয় নিয়ে এগিয়ে যাবে বক্তরা এ মত প্রত্যাশা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *