শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ময়মনসিংহে শিক্ষার্থীদের মিছিলে সব শ্রেণি-পেশার মানুষের ঢল

এক দফা দাবিতে ময়মনসিংহে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে সকল শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। এতে মিছিলের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহের অলিগলি।

শনিবার (৩ আগস্ট) বেলা ২টায় নগরীর টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর নতুন বাজার, গাঙ্গিনাপাড়, দুর্গাবাড়ী, কাচারি সড়ক হয়ে ফের টাউন হলে গিয়ে শেষ হয়।

এর আগে বেলা ১১টা থেকে টাউন হল মোড়ে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের জন‍্য শিক্ষার্থীরা জড়ো হন।

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, নাট‍্যজন, চিকিৎসক, শ্রমিকনেতা, বেসরকারি শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন।

এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল হক, আব্দুল্লাহ আল নাকিব প্রমুখ।

এর আগে এক সমাবেশে সমন্বয়করা বলেন, দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চলবে। শিক্ষার্থীদের সঙ্গে এই আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে। আমরা তাদের অভিবাদন জানাই এবং আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকার আহ্বান জানাই।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে নগরীতে যানবাহন চলাচল ছিল অতি নগণ্য। নগরীর অভ্যন্তরের বেশির ভাগ সড়ক ছিল বন্ধ। সীমিত আকারে খোলা রয়েছে দোকানপাট ও ব‍্যবসাপ্রতিষ্ঠান।

অপরদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলাকালে নগরীর কোনো সড়কেই পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যদের উপস্থিতি দেখা যায়নি। সর্বত্রই ছিল সুনশান নিরবতা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *