ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মো: রাসেল হোসেন : ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। সকালে নগরীর পাট গুদাম ব্রীজের মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত স্বাধীনতা ও নতুন বাংলাদেশের ভাবনা শীর্ষক আলোচনা সভা। ক্লাব সহসভাপতি নওয়াব আলীর সভাপতিত্বে এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শরীফুজ্জামান টিটুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সম্মিলিত পেশাজীবী পরিষদ ময়মনসিংহ শাখার আহ্বায়ক কৃষিবিদ প্রফেসর ড. মো. শাহজাহান, জিয়া পরিষদ ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংবাদিক বহুমুখি সমবায় সমিতির সভাপতি দৈনিক আজকের খবর সম্পাদক মোশাররফ হোসেন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার এম আইয়ুব আলী ও তথ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মীর আকরাম উদ্দিন আহম্মদ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।