ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত
“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে সরকারি শিশু পরিবার (বালিকা), আকুয়া চৌরঙ্গী মোড়, ময়মনসিংহ এর হলরুমে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
স্বাগত বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন বলেন, ২০০৮ সাল থেকে বিশ্ব হাত ধোয়া দিবসটি পালিত হয়ে আসছে। হাত ধোয়োর অভ্যাসটি আমাদের মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অবশ্যই উপলব্ধি করতে পেরেছি করোনাকালীন সময়ে। এই অভ্যাসটি আমাদের ভালো ভ্যাকসিন এর থেকেও কার্যকর।
তিনি আরো বলেন, আমাদের জনসাস্থ্য প্রকৌশল একটি সেবামূলক প্রতিষ্ঠান। হাত ধোয়ার মত আরও অনেক সচেতনতা মূলক কার্যক্রম আমাদের অভ্যাসে পরিণত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি।
প্রধান অতিথি বলেন, শুধু ভালোভাবে হাত ধুয়েই কমপক্ষে ২০ ধরনের অসুস্থতা থেকে বাঁচা যায়। হাত ধোয়ার অভ্যাস রপ্ত করে আমরা মানব ইতিহাসের মহামারী কলেরা ও ডায়রিয়াকে বাগে এনেছি। পৃথিবীতে করোনা সংক্রমণের পর থেকে হাত ধোয়া আমাদের জীবনে মরা-বাঁচার সঙ্গে জড়িয়ে আছে।
তিনি আরো বলেন, আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য হাত ধোয়োর অভ্যাসটি গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। যার মাধ্যমে আমরা অনেক মারাত্মক ব্যাধি থেকে মুক্ত থাকতে পারি। হাত ধোয়া কার্যক্রমটি আমাদের অভ্যাসে পরিণত করতেই হবে।অনেক উন্নত দেশের মানুষের গড় আয়ু আমাদের মানুষের দেশের গড় আয়ু থেকে বেশি। কারণ তারা আমাদের চেয়েও বেশি স্বাস্থ্য সচেতন। তাই সুস্বাস্থ্য গঠনে আমাদের অবশ্যই আমাদের অভ্যাসের পরিবর্তন আনতে হবে।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষক বৃন্দ, এনজিও প্রতিনিধিগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়োর সাংবাদিকবৃন্দ।