শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘষে নিহত ১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন বন্ধ করে দিয়ে বিক্ষুব্ধরা।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস চুরখাই এলাকায় আসলে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি বলেন, ঘটনার পরপর স্থানীয় লোকজন বাসটিকে আটকাতে পারলেও চালক পালিয়ে যান। লোকজন ক্ষুব্ধ হয়ে চুরখাই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশ অবরোধ করেছে। এতে একপাশে যানজটের সৃষ্টি হয়েছে। তাদের মহাসড়ক থেকে সরিয়ে যানজট নিরসনের চেষ্টা চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে গুরুতর অবস্থায় দুই শিশুকে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *