মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

ময়মনসিংহে বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালু তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মেহেদি হাসান রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন অজ্ঞাত আরও একজন।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার পাগলা থানা এলাকার তল্লী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মেহেদি হাসান রাকিব তল্লী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইয়াসিনের সঙ্গে নিহত মেহেদি হাসান রাকিবের বালু তোলা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই ঘটনার জের ধরে সোমবার দিবাগত রাত ১০টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় মেহেদি হাসান রাকিবকে ইয়াসিন গ্রুপের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে এখনো গুলিবিদ্ধ যুবকের নাম জানা যায়নি। ইতোমধ্যে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানে হয়েছে।

পাগলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, সংঘর্ষে নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *