ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ২ আহত ৪
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর সোয়া ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম হিমেল (২৭)। তার বাড়ি রহমপুরে। তিনি পেশায় গাড়ি চালক। অপরজনের নাম কদ্দুস বলে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার (ওসি অপারেশন) এস এম নুর মোহাম্মদ জানান, অগ্নিকান্ডের ঘটনায় দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে আরও ৪ জন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরুপণ করা সম্ভ হয়নি। পাম্পের গ্যাস লাইন ফেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তিনি দাবি করেন।