বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

ময়মনসিংহে পাঁচদিনে ডেভিল হান্টের অভিযানে গ্রেফতার ৮৫

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টে পাঁচদিনে ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের শনিবার বিকেলে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৩ জনসহ এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টে পাঁচদিনে ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে

গ্রেফতারদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শেখ সিব্বির চৌধুরী মিরন, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম লিটন, ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান আব্দুল্লাহ, সদরের খাগডহর ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মিয়া হোসেন, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক গ্রেফতার হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিক হাসান বাবুল, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন ওরফে তোফায়েল, একই উপজেলার মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইন উদ্দিন, ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, একই উপজেলার ৫ নম্বর ফুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. সোহানুর রহমান তুলা, ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলাম, একই উপজেলার ঘোষগাও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রহুল আমিন প্রমুখ উল্লেখযোগ্য।

ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টে পাঁচদিনে ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মো. আখতার উল আলম বলেন, অভিযানে যারা গ্রেফতার হচ্ছে, তারা সবাই দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। বিভিন্ন মামলার আসামি। কোনো সাধারণ মানুষ এ অভিযানে হয়রানি হচ্ছে না, হবেও না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *