মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউটের ফটকে শিক্ষার্থীদের তালা

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা নগরীর মাসকান্দাস্থ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পলিটেকনিক ইনস্টিটিউটে এই বিক্ষোভ মিছিল করেন।

এর আগে এ দিন বেলা ১১টায় ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দিয়ে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন এই আন্দোলনে কর্মসূচির প্রধান ছাত্র প্রতিনিধি ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রেদোয়ান উজ জামান ঢাকা পোস্টকে বলেন, ৬ দফা দাবিতে আমাদের শাটডাউন কর্মসূচি চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউটের একাডেমিক এবং প্রশাসনিক সব কাজ বন্ধ করে দিয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের দাবির বিষয়ে গঠিত সংস্কার কমিটি যে পর্যন্ত চূড়ান্ত রূপরেখা প্রকাশ না করবে, সে পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শওকত হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এই প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টির সামাধান অতিব জরুরি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *